শনিবার,১৫,নভেম্বর,২০২৫
21 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদগণ অর্থনীতি৮০ বছরে নজিরবিহীন বিপর্যয়ের ঝুঁকিতে বিশ্ব বাণিজ্য: ডব্লিউটিও প্রধান

৮০ বছরে নজিরবিহীন বিপর্যয়ের ঝুঁকিতে বিশ্ব বাণিজ্য: ডব্লিউটিও প্রধান

বিশ্বব্যাপী ডনাল্ড ট্রাম্পের শুল্ক কর্মসূচির ফলে বৈশ্বিক বাণিজ্যের অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো লিওয়ালা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে সতর্ক করেন তিনি। এনগোজি বলেন, বিশ্ব বাণিজ্য গত ৮০ বছরের মধ্যে নজিরবিহীন বিপর্যয়ের ঝুঁকিতে পড়তে পারে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, বিশ্ব বাণিজ্যের শৃঙ্খলা পরিচালনায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় ডব্লিউটিও। বাণিজ্যিক কাঠামো নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় সংস্থাটির নিজস্ব নীতি রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর তা বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে।

বিশেষ করে বিশ্বের জন্য তার শুল্ক কর্মসূচি বাণিজ্য খাতে বড় কম্পন তৈরি করেছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। এনগোজি বলেছেন, ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণার আগে বিশ্বের ৮০ ভাগ বাণিজ্যই ডব্লিউটিও এর নীয়ম মেনে পরিচালিত হয়েছে। যা এখন কমে এসেছে। বর্তমানে সেই পরিসংখ্যান ৭২ শতাংশে নেমেছে। ফলে বিশ্ব বাণিজ্য কাঠামো নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক কোনো বিষয় নয় বলে মনে করেন ডব্লিউটিও’র ওই নারী প্রধান।

সর্বশেষ