বুধবার,৭,জানুয়ারি,২০২৬
15 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো, সিইসি

অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো, সিইসি

বর্তমানে নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র গ্রহণ-বাতিলে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো। নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা কনভিন্সড সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে পারবো। এদিকে সকাল থেকে নির্বাচন ভবনে চলছে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ। ইসির ভেতরে ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সর্বশেষ