সোমবার,১৭,নভেম্বর,২০২৫
25 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সংযত প্রতিক্রিয়া জানিয়েছে, ভারত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সংযত প্রতিক্রিয়া জানিয়েছে, ভারত

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সংযত প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের বিষয়টি অবগত আছে ভারত। নিকট প্রতিবেশি হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ সুরক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, এ লক্ষ্য অর্জনে বাংলাদেশের সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে নয়াদিল্লি।

সর্বশেষ