আমলাতন্ত্র নির্ভর প্রশাসনিক হুকুমে মহামারী প্রতিরোধ ফলোপ্রসু হয়না–ওয়ার্কার্স পার্টি

ঢাকা প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি, লকডাউন ও শোকাবহ আগষ্ট মাস বিষয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিক্রিয়া জানাতে আজ ৬ আগস্ট, শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। চলমান স্বাস্থ্য বিধি বাধ্যকতার কারনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা লিখিত বক্তব্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান। অনুষ্ঠানে পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড ড. সুশান্ত দাস, কমরেড নুর আহমেদ বকুল, কমরেড জ্যোতি শংকর ঝন্টু, কমরেড হাজি বশিরুল আলম, কমরেড এনামুল হক এমরান ও পার্টির কেন্দ্রিয় প্রচার বিভাগের সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন সহ কেন্দ্রীয় কমিটির সদস্য গণ উপন্থিত ছিলেন।

সভার শুরুতে হিরোশিমা দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের শহর হিরোশিমা ওনাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পারমানবিক বোমা নিক্ষেপ করে লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়ার ঘটনার স্মৃতিতে শোক জ্ঞাপন করা হয়।