শুক্রবার,২৩,জানুয়ারি,২০২৬
19 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়আসন্ন জাতীয় নির্বাচন: নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিল যুক্তরাজ্য

আসন্ন জাতীয় নির্বাচন: নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিল যুক্তরাজ্য

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার।

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত এই সতর্কবার্তায় নির্বাচনে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্যের ফরেন অফিস জানিয়েছে, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই সময়ে রাজনৈতিক সমাবেশ বা র‍্যালির সংখ্যা বাড়তে পারে, যার ফলে বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং পরিবহন চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ