রবিবার,১১,জানুয়ারি,২০২৬
16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
প্রচ্ছদজাতীয়এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের 'ভুখা মিছিল' আটকে দিয়েছে, পুলিশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘ভুখা মিছিল’ আটকে দিয়েছে, পুলিশ

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া নির্ধারণসহ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘ভুখা মিছিল’ আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার বিকালে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার পথে হাই কোর্টের মাজার গেইটে বাধার মুখে পড়েন তারা। সেখানে পুলিশ ও বিজিবি সদস্যদের মুখোমুখি অবস্থান নেন তারা। এরপর বিকাল পৌনে ৫টায় তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফিরে যান। এর আগে বিকাল সাড়ে ৩টায় শহীদ মিনার থেকে শিক্ষক-কর্মচারীরা ভুখা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে রওনা হন।

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত রোববার থেকে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করেছেন। আন্দোলনের মধ্যেই রোববার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ অথবা সর্বনিম্ম ২ হাজার টাকা করে সরকার।

তবে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের দাবিতে অনড়। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বিকাল সাড়ে ৫টায় শহীদ মিনারে ব্রিফিংয়ে বলেন, “ডাকসু ভিপি সাদিক কাইয়ুম সন্ধ্যা সাড়ে ৬টায় শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেবেন। আমরা জোটের পক্ষ থেকে সাড়ে ৬টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।” এদিকে গত রোববার শিক্ষকদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতিও পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

তবে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের দাবিতে অনড়। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বিকাল সাড়ে ৫টায় শহীদ মিনারে ব্রিফিংয়ে বলেন, “ডাকসু ভিপি সাদিক কাইয়ুম সন্ধ্যা সাড়ে ৬টায় শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেবেন। আমরা জোটের পক্ষ থেকে সাড়ে ৬টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।” এদিকে গত রোববার শিক্ষকদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতিও পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তবে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের দাবিতে অনড়। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে গত রোববার শিক্ষকদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতিও পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

সর্বশেষ