১৭ আগস্টের কর্মসূচি পালন
মেহনতি মানুষের কণ্ঠস্বর জননেতা কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ৩৩ তম বার্ষিকীতে আজ ১৭ আগস্ট সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে সন্ধায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির মোল্লা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত থাকেন পার্টির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদক মন্ডলী সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, মহানগর নেতা কমরেড মনির হোসেন, গণতন্ত্রী পার্টির জেলা সম্পাদক সোলেমান হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক অরূপ দেবনাথ, নাগরিক নেতা তাপস দে, সাবেক যুবনেতা অশোক সেন প্রমুখ নেতৃবৃন্দ।


