বুধবার,২৪,এপ্রিল,২০২৪
37 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসম্পাদকীয়শোক কথাখুলনা জেলা যুব মৈত্রীর ক্রীড়া সম্পাদক তরুণ কান্তির মৃত্যু : বিভিন্ন মহলের...

খুলনা জেলা যুব মৈত্রীর ক্রীড়া সম্পাদক তরুণ কান্তির মৃত্যু : বিভিন্ন মহলের শোক

নতুন কথা ডেস্ক : বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার ক্রীড়া সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা সভাপতি যুবনেতা তরুণ কান্তি বিশ্বাস (৩৪) শনিবার (২৪ এপ্রিল) ভোরে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য তেরখাদা থেকে এ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হসপাতালে আনার সময় পথিমধ্যে সকাল ৮টায় মৃত্যুবরণ করেন। তিনি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চাকুরীরত ছিলেন। পরে তাঁর মৃতদেহ ডুমুরিয়া উপজেলার বামুনদিয়া গ্রামে নিজ বাড়িতে নেয়া হয়। বেলা ২:৩০টায় চিতনা মহাশ্মশানে তাঁর সৎকার করা হয়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও একমাত্র শিশু পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সৎকারকালে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির নির্বাহী কমিটির সদস্য কমরেড মনির হোসেন, নির্বাহী সদস্য ও যুব মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির সাবেক সদস্য সেলিম আখতার স্বপন, বাংলাদেশ যুব মৈত্রীর খুলনা জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, ফুলতলা উপজেলা যুব নেতা আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সাবেক সাধারণ সম্পাদক কমলেশ মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে যুব মৈত্রীর জেলা ক্রীড়া সম্পাদক তরুণ কান্তি বিশ্বাসের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদন জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির পক্ষে জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা ও মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, বাংলাদেশ যুব মৈত্রী জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়াদ্দার, সহ-সভাপতি নারায়ণ সাহা, অজয় কুমার দে, প্রভাষক গৌতম কু-ু, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক কামনাশিস সরদার, আব্দুল হান্নান, সহ-সাধারণ সাধারণ সম্পাদক মনির হোসেন, নিশিত কবিরাজ, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, অর্থ সম্পাদক কৃষ্ণ কান্তি ঘোষ, দপ্তর সম্পাদক শেখ এনামুল কবীর লাভলু, প্রচার-প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ ইউনুছ আলী, নারী বিষয়ক সম্পাদক মহুয়া বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিলন কান্তি বালা, আইন বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন ময়না, নির্বাহী সদস্য কামাল হোসেন গাজী, শম্ভু ম-ল, মাস্টার বিকাশ চন্দ্র গোলদার, অমৃত, প্রভাত দাস, শফিউল আজম, সাগর গোলদার, আলমগীর হোসেন, অরূপ কুমার নাগ, প্রভাত বিশ্বাস প্রমুখ।

সর্বশেষ