শুক্রবার,১৯,এপ্রিল,২০২৪
28 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসীমানা পেরিয়েচীনের বেল্ট অ্যান্ড রোডের বিকল্প- ইউরোপের গ্লোবাল গেটওয়ে

চীনের বেল্ট অ্যান্ড রোডের বিকল্প- ইউরোপের গ্লোবাল গেটওয়ে

আন্তর্জাতিক ডেস্ক ॥ চীনের বেল্ট অ্যান্ড রোড কৌশল মন্টিনিগ্রোসহ পশ্চিম বলকান অঞ্চলেও বিস্তৃত হয়েছে। এতে ভীত হয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বব্যাপী এক বিশদ বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি ডিজিটালাইজেশন, পরিবহণ, জলবায়ু এবং পাওয়ার স্কিমের ওপর কংক্রিট ধারণা নিয়ে বেল্ট অ্যান্ড রোড কৌশলের ওপর ঝাঁপিয়ে পড়বে। ধারণা করা হচ্ছে, আফ্রিকাসহ বিভিন্ন দেশের ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে চীনা প্রভাবকে চ্যালেঞ্জ জানাবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন সম্প্রতি ‘গ্লোবাল গেটওয়ে’ নামের এ উদ্যোগ উপস্থাপন করেন। এর মাধ্যমে বৈশ্বিক অবকাঠামো খাতে উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন ইউরোর বৃহত্তর প্রকল্পের ঘোষণা দিয়েছেন তিনি। ২০২৭ সাল নাগাদ এই প্রকল্পের অধীনে সরকারি এবং ব্যক্তিগত খাতে এই অর্থ ব্যয় করা হবে।
এই প্রকল্প এশিয়াকে আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে সংযোগ করতে চীনের বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের পাল্টা উদ্যোগ কি-না, এ বিষয়ে ইউরোপীয় কমিশন প্রকাশ্যে কিছু না বললেও ইইউতে জার্মান রাষ্ট্রদূত মাইকেল ব্লব বলেন, এটি ইইউকে অন্যতম ভূরাজনৈতিক কুশীলব হিসাবে বিশ্বজুড়ে তুলে ধরবে।

সর্বশেষ