শুক্রবার,২৯,মার্চ,২০২৪
24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতিজনগণের সব অংশকে বিনামূল্যে টিকা প্রদানের দাবি রংপুর ওয়ার্কার্স পার্টির

জনগণের সব অংশকে বিনামূল্যে টিকা প্রদানের দাবি রংপুর ওয়ার্কার্স পার্টির

রংপুর প্রতিনিধিঃ ১৯ জুন শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভায় রংপুর বিভাগে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।যা নমুনা পরীক্ষার ২৯ শতাংশ।দিনাজপুরে একদিনেই(১৯/৬/২০২১) শনাক্ত হয়েছে ৬৪ জন।এদিন ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।সামাজিক সংক্রমণ রোধে স্বাস্থ্য সচেতনতার কার্যক্রম কঠোরভাবে পালন করার পাশাপাশি করোনা চিকিৎসায় রংপুর বিভাগের আট জেলা এবং ৫৮ টি  উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোকে যথোপযুক্তভাবে প্রস্তুত করা না গেলে পরিস্থিতি বেসামাল হয়ে উঠবে।রংপুর বিভাগের আট জেলায় প্রায় দুইকোটি মানুষের জন্য ১২ টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে মাত্র ৭০০ করোনা রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্হা রয়েছে।কিন্তু সব কেন্দ্রে আইসিইউ নাই।আইসিইউ রয়েছে দিনাজপুরে ১৬ টি ও রংপুর শহরে ১০ টি।রংপুর বিভাগের অন্য কোন জেলায় আইসিইউ বেড নেই।প্রধানমন্ত্রী’র নির্দেশনা ছিল প্রত্যেক জেলায় আইসিইউ বেড স্হাপন করার।
প্রধানমন্ত্রী’র নির্দেশনার পর রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ৫০ টি আইসিইউ বেড তৈরির বরাদ্দ থাকলেও ১০ টি করার পর তা থেমে গেছে। সরকার প্রধানের নির্দেশনা অবজ্ঞা করার প্রবনতাকে স্বাস্থ্যখাতের চরম দুর্নীতি, ব্যর্থতা ও অদক্ষতা প্রকট ভাবে প্রকাশ পেয়েছে।  জেলা কমিটির সভায় করোনা প্রতিরোধে ১৮ বছরের উর্ধ্বে জনগনের সব অংশকে দ্রুত বিনামূল্যে করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য,রংপুর জেলা পার্টির সভাপতি নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে সভায় করোনা মোকাবেলায় কেন্দ্রীয় কমিটির ১৮ দফা নির্দেশনা সংবলিত কর্মসূচি সম্পর্কে লিখিত সার্কুলার পড়ে শোনান রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড অশোক সরকার।রিপোর্ট -এর উপর আলোচনা করেন রংপুর জেলা কমিটির সদস্য কমরেড এনামূল হক,মাহমুদ আলম,মোশারফ হোসেন,রুহিনী বর্মন,পুষ্পজিৎ রায়,আব্দুল ওহাব,চাঁদ মিয়া ও তরিকুল ইসলাম।সভায় পার্টি সার্কুলারের নির্দেশনা মোতাবেক জেলা শহর, উপজেলা,ইউনিয়ন ও গ্রামে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনা সৃষ্টির লক্ষ্যে করোনা ব্রিগেড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। টিকাপ্রাপ্তি,স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আন্দোলনের পাশাপাশি নিজকে এবং সমাজকে সুরক্ষা দিতে ব্রিগেড  জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করবে মানুষকে সহায়তা দিবে।

সর্বশেষ