শনিবার,১৫,নভেম্বর,২০২৫
23 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদজাতীয়ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতের বিক্ষোভ, বিরাজনীতিকরণের বিতর্কও চাঙ্গা

ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতের বিক্ষোভ, বিরাজনীতিকরণের বিতর্কও চাঙ্গা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গত শুক্রবার মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয় ক্যাম্পাস। রাত ১২টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হল থেকে প্রথম মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অন্যান্য হলের শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন। মধ্যরাতের পর রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা হল ফটকের তালা ভেঙে বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীরা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’ ও ‘হলে হলে রাজনীতি চলবে না’সহ নানা স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় রাজনীতিমুক্ত পরিবেশের দাবি জানান।

বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। রাত প্রায় আড়াইটার দিকে প্রশাসন ঘোষণা দেয় যে, প্রতিটি হলে প্রকাশ্য ও গোপনে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে এবং গত বছরের ১৭ জুলাই প্রণীত নিষেধাজ্ঞা বহাল থাকবে। প্রশাসনের এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের তাৎক্ষণিক আন্দোলন থেমে গেলেও, ক্যাম্পাসে নতুন করে শুরু হয়েছে বিরাজনীতিকরণ নিয়ে বিতর্ক। অনেক শিক্ষার্থী ও বিশ্লেষক আশঙ্কা করছেন, এই নীতির ফলে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ হলেও গুপ্ত রাজনৈতিক কার্যক্রম আরও সক্রিয় হয়ে উঠতে পারে, যা হলে হলে অনানুষ্ঠানিক ক্ষমতার কাঠামো ও অঘোষিত প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে।

সমালোচকরা বলছেন, ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধের উদ্যোগ মূলত একটি বিরাজনীতিকরণের কৌশল, যা দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণ কমিয়ে দিতে পারে। এতে একদিকে দৃশ্যমান সহিংসতা বা দখলদারিত্ব কমতে পারে বটে, কিন্তু অন্যদিকে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহির জায়গা সঙ্কুচিত হয়ে যাবে। ফলে ক্যাম্পাসে আনুষ্ঠানিক রাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গা নিতে পারে অদৃশ্য ও নিয়ন্ত্রণহীন গোষ্ঠী, যারা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করতে পারে।

ঢাবি প্রশাসন জানিয়েছে, তারা হলগুলোতে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে এবং এর ফলে ছাত্রসমাজের রাজনীতিতে অংশগ্রহণের ধরণ কেমন বদলাবে, তা এখন সময়ই বলে দেবে।

সর্বশেষ