শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইমরান হায়দার। ৩০ মিনিটেরও বেশি সময় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের হাইকমিশনার। তবে, কী বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে– তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। এদিকে আজ রাত ৯টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



