শনিবার,১৫,নভেম্বর,২০২৫
23 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদজাতীয়‘নন ডিসক্লোজ এগ্রিমেন্ট’ করে শুল্ক কূটনীতির বিজয় দেখানো একটি চালাকি .....ওয়ার্কার্স...

‘নন ডিসক্লোজ এগ্রিমেন্ট’ করে শুল্ক কূটনীতির বিজয় দেখানো একটি চালাকি …..ওয়ার্কার্স পার্টি

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা বিকিয়ে দেয়ার চুক্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ২০% শুল্ক নির্ধারণ ও মার্কিনীদের সাথে নন ডিসক্লোজ এগ্রিমেন্ট এর প্রতিক্রিয়া জানিয়ে নিন্মোক্ত বিবৃতি প্রদান করে। আমেরিকার শুল্ক নীতির চাপ সামলাতে সরকার নন ডিসক্লোজ চুক্তি, বন্দর, রাখাইন মানবিক করিডোর, বাধ্যতামূলক ২৫টি বোয়িং কেনার প্রতিশ্রিুতি দিয়ে যেভাবে ২০%+১৫% শুল্ক নির্ধারণ করলেন তা একেবারেই একটি আত্মঘাতি সিদ্ধান্ত।

জনগণকে অন্ধকারে রেখে মার্কিন সামরিক ও বাণিজ্য শুল্ক আগ্রাসী কূটনীতির কাছে পরিপূর্ণ আত্মসমপর্ন করলো বাংলাদেশ। শুধুমাত্র গার্মেন্টস সেক্টর বাঁচাতে এই নীতি আগামীতে বাংলাদেশের সার্ব্বিক অর্থনীতির ওপর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে। বাজার অর্থনীতির অসমখেলায় সাম্রাজ্যবাদ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোকে যেভাবে বেধে ফেলছে তাতে বৈষম্য, সামরিক শক্তিবৃদ্ধি ও নয়াউপনিবেশিক নিষ্ঠুরতার শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। বিশ্বের শ্রমজীবি মেহনতী মানুষের সংকট আরো বৃদ্ধি পাবে। কোন ক্ষেত্রে পৃথিবীর কোন কোন অঞ্চলে দূর্ভিক্ষও দেখা দিতে পারে।

সর্বগ্রাসী মার্কিন শুল্কনীতি এবং সাম্রাজ্যবাদী নয়াউপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাদের মিত্র মৌলবাদী লুটেরা পুঁজির বিরুদ্ধে এদেশের সকল প্রগতিশীল, বাম শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আশু কোন বিকল্প নেই।

সর্বশেষ