বৃহস্পতিবার,১৮,ডিসেম্বর,২০২৫
20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েনয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

“বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। আর এই উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশের হাইকমিশনারকে তলব” স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো এবং ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। রিয়াজ হামিদুল্লাহকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যাম। গত রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তিন দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের দেওয়া উসকানিমূলক ভারতবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতেই রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। কূটনৈতিক সূত্রে জানানো হয়েছে, এ বিষয়ে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদপত্র পেশ করা হয়েছে। এই তলবের ঘটনা ঘটেছে এমন এক সময়, যখন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র এক নেতা হুমকি দিয়ে বলেন, ঢাকা দিল্লিবিরোধী শক্তিগুলোকে আশ্রয় দেবে এবং তথাকথিত ‘সেভেন সিস্টার্স’কে ভারত থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে। সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বোঝায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামিদুল্লাহকে বাংলাদেশের ক্রমাবনত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা অবহিত করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, “বিশেষ করে কিছু চরমপন্থি গোষ্ঠীর কর্মকাণ্ডের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যারা ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে একটি নিরাপত্তা সংকট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে।” ভারত বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে চরমপন্থি গোষ্ঠীগুলো যে ভুয়া বয়ান তৈরি করার চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

বিবৃতিতে আরও বলা হয়, “দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে না তো কোনও পূর্ণাঙ্গ তদন্ত করেছে, না ভারতের সঙ্গে কোনও অর্থবহ প্রমাণ শেয়ার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, “বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা মুক্তিযুদ্ধের সময় গড়ে উঠেছিল এবং পরবর্তীকালে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আমরা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বরাবরই শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি। কূটনৈতিক দায়িত্ব পালনের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা প্রত্যাশা করি যে তারা বাংলাদেশে অবস্থিত সব মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে।”

ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে “সেভেন সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হবে,” বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। ওই সমাবেশটি আরেক ছাত্রনেতা ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে তিনি পুনরায় দাবি করেন যে অভিযুক্তরা ভারতের মদদপুষ্ট—যা ভারত সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। ভারত জানিয়েছে, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, বিশেষ করে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে-এটাই আমরা প্রত্যাশা করি।”

এদিকে আজই ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির’ বিষয়টি বিবেচনায় বেলা দুইটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র (আইভ্যাক) তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এদিকে রবিবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অবস্থান করে শেখ হাসিনার বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা। এই বার্তাই আরও স্পষ্ট করেছে ঢাকা। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগের বিষয়টি প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়।

এছাড়া ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোরও আহ্বান জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে ভারত সরকার। জবাবে সেদিন ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে—এমন প্রত্যাশা ভারতের রয়েছে। এ বিষয়ে সহযোগিতা দিতে তাঁর দেশ প্রস্তুত।

সর্বশেষ