ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১২ নভেম্বর) ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে তিনটি মামলায় অভিযোগ গঠন করা হয়, যার মধ্যে একটি হলো ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দু লাখ ১১ হাজার ৮৩২ ডলারের উপহার গ্রহণ। তবে ২০২০ সালে শুরু হওয়া মামলাগুলোর এখনও রায় হয়নি। হেরজগের কার্যালয় থেকে প্রকাশিত ট্রাম্পের চিঠিতে বলা হয়েছে, আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্পূর্ণ সম্মান করি। তবে নেতানিয়াহু বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক ও অযৌক্তিক এক নিপীড়ন। তিনি আমার সঙ্গে দীর্ঘদিন লড়েছেন, এমনকি ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও।



