শনিবার,১৫,নভেম্বর,২০২৫
21 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েনেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সন্ধান মিললো

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সন্ধান মিললো

কে পি শর্মা অলি, তিনি এখনো নেপালেই রয়েছেন। সামরিক বাহিনীর সুরক্ষায় শিবপুরী এলাকায় রয়েছেন অলি। সেখান থেকে জেন জি বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন। বুধবার নেপালি সংবাদমাধ্যম ‘খবরহাব’-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অভিজ্ঞতা স্মরণ করে কে পি শর্মা অলি বলেন, তার আমলে কোনো গুলি ছোড়া হয়নি। শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করে অভিযোগ করেন, তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে।

তার ভাষায়, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হঠাৎ ঘটে যায়নি; তোমাদের নিষ্পাপ মুখগুলোকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে।

অলি আবারও দৃঢ়ভাবে নেপালের দাবিকৃত লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার প্রসঙ্গ তোলেন এবং বলেন, নাগরিকদের কথা বলার, চলাফেরার ও প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা—এটাই তার জীবনের উদ্দেশ্য।

 

সর্বশেষ