বুধবার,৭,জানুয়ারি,২০২৬
15 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবর্ষীয়ান রাজনীতিবিদ প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ 

বর্ষীয়ান রাজনীতিবিদ প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ 

হাসপাতালে চিকিৎসাধীন গণফোরামের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তার ফুসফুসে নতুন করে নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মিজানুর রহমান জানান, ৮৮ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে ফুসফুসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২ জানুয়ারি তার অবস্থার অবনতি হলে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গত রবিবার (৪ জানুয়ারি) বিকেলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, শারীরিক কিছু পরীক্ষায় তার ফুসফুসে নতুন করে নিউমোনিয়া ধরা পড়েছে। তবে সার্বিকভাবে তার অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। চিকিৎসকরা তার যথাযথ যত্ন নিচ্ছেন। ড. কামালের অসুস্থতার খবরে দেশ-বিদেশের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। গণফোরামের পক্ষ থেকে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন ড. কামাল হোসেন। গত শুক্রবার (২ জানুয়ারি) তার ফুসফুসের সমস্যা বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয়।বাংলাদেশের রাজনীতির প্রবাদপ্রতিম এই ব্যক্তিত্ব ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে ঐতিহাসিক দায়িত্ব পালন করেন।

সর্বশেষ