বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাতের তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব জোরদারের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ জুড়ে আমেরিকান কোম্পানিগুলো জ্বালানি খাতে বিনিয়োগ করছে, অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি সেবা দিচ্ছে এবং বিশ্বমানের আর্থিক সেবা প্রদান করে উল্লেখযোগ্য অবদান রাখছে।


