মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৯২৭ সালের ১ জানুয়ারি ভারতের আসামের শিলংয়ে জন্ম সি আর দত্তের। তাঁর পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত ও মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত। সি আর দত্ত বাংলাদেশ বর্ডার গার্ডের (বাংলাদেশ রাইফেলস) প্রতিষ্ঠাতা মহাপরিচালক। এ ছাড়া তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও সড়ক পরিবহন করপোরেশনের সাবেক চেয়ারম্যান এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।



