বৃহস্পতিবার,১১,ডিসেম্বর,২০২৫
20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
প্রচ্ছদজাতীয়বেগম রোকেয়া দিবসে শ্রদ্ধাঞ্জলি

বেগম রোকেয়া দিবসে শ্রদ্ধাঞ্জলি

বেগম রোকেয়া দিবস আজ মঙ্গলবার। খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিন আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর।

নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস হিসেবে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং শানিত লেখনীর মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ শতকের একজন বিরল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় তিনি দেশি-বিদেশি লেখকদের লেখার সঙ্গে পরিচিত হন।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। ১৯৩২ সালের একই দিনে এই মহীয়সীর মৃত্যু হয়। এ দিনে বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করা হয়।

১৯০২ সালে পিপাসা নামে একটি বাংলা গল্প লিখে সুনাম কুড়ান। এরপর একে একে লেখেন ‘মতিচূর’ প্রবন্ধ এবং সুলতানার স্বপ্ন এর মতো নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনি। ১৯০৯ সালে পাঁচ ছাত্রী নিয়ে ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল’ স্থাপন করেন।

সর্বশেষ