বৃহস্পতিবার,২০,নভেম্বর,২০২৫
29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েভারতে মার্কিন পণ্য বয়কট

ভারতে মার্কিন পণ্য বয়কট

ভারতে মার্কিন পানীয়(সফট ড্রিংকস)নিষিদ্ধ

কলকাতা-

ভারতের বৃহত্তম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর অশোক কুমার মিত্তল ট্রাম্পের ৫০% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোকা-কোলা এবং অন্যান্য মার্কিন পানীয় (সফট ড্রিংকস) নিষিদ্ধ ঘোষণা করেছেন।

এই স্বীদ্ধান্তের মাধ্যমে দেশব্যাপী ‘স্বদেশী ২.০’ আন্দোলন শুরু করেছেন। 
মিত্তল ১৯০৫ সালের স্বদেশী আন্দোলনের চেতনাকে তুলে ধরে ভারতকে অন্যায্য বাণিজ্য অনুশীলনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে ৪০ হাজারের বেশি ছাত্র -ছাত্রী পড়াশোনা করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় রপ্তানির উপর  ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।  মিত্তল বলেছেন, ট্রাম্পের অন্যায্য হুকুমের কাছে ভারতের মাথা নত করা উচিত নয়।

তিনি বলেন, ১৯০৫ সালে স্বদেশী আন্দোলন ব্রিটিশ পোশাক এবং বিভিন্ন ধরণের পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছিল। ঔপনিবেশিক শাসনামলে যদি আমাদের পূর্বপুরুষরা এটা করতে পারেন, তাহলে আজ আমরা কেন পারব না? আমার মনে হয় যুক্তরাষ্ট্র ভারতের শক্তি এবং সংকল্পকে অবমূল্যায়ন করেছে। তাদের আমাদের প্রকৃত শক্তি এবং সংকল্প দেখানোর সময় এসেছে। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ইতিমধ্যেই বয়কট বাস্তবায়ন করেছে, এবং মিত্তাল জানিয়েছেন, দেশজুড়ে এই উদ্যোগে সমর্থন আসছে।

সর্বশেষ