ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের স্টুয়ার্ট বিমানঘাঁটি থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরোতে স্থানান্তর করা হয়েছে। তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।হোয়াইট হাউজের র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে এক্স-এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কর্মকর্তারা মাদুরোকে একটি করিডোর দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছেন।
ব্রুকলিনের এমডিসি কারাগারটি যুক্তরাষ্ট্রের হাই-সিকিউরিটি কারাগারগুলোর একটি হিসেবে পরিচিত। অতীতে একাধিক আলোচিত ও হাইপ্রোফাইল বন্দিকে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জেফরি এপস্টেইনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল, সংগীত জগতে আলোচিত পি ডিডি । শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে বন্দি করে যুক্তরাষ্ট্রের স্টুয়ার্ট এয়ার ফোর্স বেস সামরিক ঘাঁটিতে আনা হয়। সেখান থেকে তাকে নিউ ইয়র্কে মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) দফতরে নেওয়া হয়। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। পরে তাকে ব্রুকলিনের এমডিসি কারাগারে পাঠানো হয়। মাদুরো অতীতে একাধিকবার এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে কোনও মাদক কার্টেলের নেতা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্রে জানা গেছে, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে বিচারকের সামনে হাজির করা হবে। তবে ঠিক কবে এই শুনানি অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী সপ্তাহে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। এর আগ পর্যন্ত তাকে এমডিসিতেই আটক রাখা হবে। এদিকে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থান ও আটক রয়েছেন কি না সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার এমডিসি দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দু। এই কারাগারে সহিংসতা, কঠোর বন্দিজীবন এবং পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।
সুত্র-আল-জাজিরা


