বুধবার,২৪,ডিসেম্বর,২০২৫
16 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েযুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলান তেলবাহী ট্যাংকার জব্দ হওয়া সমুদ্র দস্যুতার চেয়েও ভয়াবহ

যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলান তেলবাহী ট্যাংকার জব্দ হওয়া সমুদ্র দস্যুতার চেয়েও ভয়াবহ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেল ট্যাংকার জব্দকে কেন্দ্র করে ‘সবচেয়ে বড় চাঁদাবাজি’ চালানোর অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ অভিযোগ করে দেশটি। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের হাতে দুটি ভেনেজুয়েলান তেলবাহী ট্যাংকার জব্দ হওয়া সমুদ্র দস্যুতার চেয়েও ভয়াবহ। চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার উপকূলের বাইরে এসব ট্যাংকার জব্দ করা হয়। যুক্তরাষ্ট্র আরও একটি ভেনেজুয়েলান ট্যাংকার ধাওয়া করছে বলেও জানানো হয়েছে।

১৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও দেশটি থেকে বের হওয়া নিষেধাজ্ঞাভুক্ত সব তেল ট্যাংকারের বিরুদ্ধে নৌ অবরোধের নির্দেশ দেন। ট্রাম্প বলেন, জব্দ করা ট্যাংকারে থাকা অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্র নিজের কাছে রাখতে পারে বা বিক্রি করতে পারে, এমনকি জাহাজগুলোও বিক্রি করা হতে পারে।এই অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে ১৫ হাজার সেনা মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং অ্যামফিবিয়াস অ্যাসল্ট জাহাজ। এটি ১৯৮৯ সালে পানামা আক্রমণের পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক মোতায়েন।

যুক্তরাষ্ট্রের দাবি, এই মোতায়েনের উদ্দেশ্য হলো ফেন্টানিল ও কোকেনের মতো মাদক পাচার ঠেকানো। তবে সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে ২০টির বেশি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এসব হামলা সশস্ত্র সংঘাত সংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত সামুয়েল মনকাদা বলেন, আমরা এমন এক শক্তির মুখোমুখি, যারা আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে আমাদের দেশ ছেড়ে দিতে এবং ভেনেজুয়েলা তাদের হাতে তুলে দিতে চাপ দিচ্ছে। তিনি আরও বলেন, ‘এটি লুটপাট, দখলদারি এবং ভেনেজুয়েলাকে নতুন করে উপনিবেশ বানানোর চেষ্টা।’ তিনি প্রশ্ন তোলেন, ‘ভেনেজুয়েলার তেল শিল্পের সঙ্গে মাদকের সম্পর্ক কোথায়?’ এর জবাবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টজ বলেন, যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না। তার ভাষায়, ‘ভেনেজুয়েলার তেল বিক্রি করে মাদুরো তার ক্ষমতার ভুয়া দাবি টিকিয়ে রাখছেন এবং মাদক-সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।’

এদিকে কারাকাসে এক বাণিজ্য মেলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ‘নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার প্রতি বিপুল সমর্থন দেখা গেছে।’ রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন ও দাদাগিরির অভিযোগ তুলেছে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বেসামরিক জাহাজ অবৈধভাবে ধ্বংস করছে এবং সতর্ক করে বলেন, ভবিষ্যতে অন্য দেশগুলোও এর শিকার হতে পারে। তার মতে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ লাতিন আমেরিকার দেশগুলোর বিরুদ্ধে ভবিষ্যৎ বলপ্রয়োগের একটি ছক। চীনের রাষ্ট্রদূত সুন লেই যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করা এবং উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ