নতুন কথা রিপোর্ট: প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এ চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।
এই চিঠির মাধ্যমে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে ভোট গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি নির্বাচনের দিনটিকে ‘মহাআনন্দের ভোট উৎসব’ হিসেবে স্মরণীয় করে তুলতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ্য ও সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।
পূর্বে কিছু সংবাদমাধ্যমে আসন্ন নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে হতে পারে বলে খবর প্রকাশিত হলেও, সাম্প্রতিক এই চিঠি স্পষ্ট করে দিয়েছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে—প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে দ্রুত প্রস্তুতি শুরু করতে বলছেন, যাতে নির্ধারিত সময়ের আগেই ভোট সম্পন্ন হয়।
এ নির্দেশের মাধ্যমে নির্বাচন আয়োজনের সময়সীমা আগাম নির্ধারণ হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। পর্যবেক্ষকদের মতে, এটি সরকারের নির্বাচনপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সংকল্পের প্রতিফলন, যা দীর্ঘ ১৫ বছর পর নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


