বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল এক বিবৃতিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে।
১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি করেছে। এই ঘটনার জন্য পাকিস্তান সরকার বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা না করলে বাংলাদেশের জনগণের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়, দু’দেশের মধ্যে অনেকগুলো অমিমাংশিত বিষয় সমাধান জরুরী প্রয়োজন। সম্প্রতি পাকিস্তানের দুই মন্ত্রী বাংলাদেশ সফর করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে আগ্রহ প্রকাশ করেছেন তার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যথার্থই বলেছেন ৭১ এর গণহত্যার জন্য পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। বাংলাদেশ সরকার দেশের মানুষের প্রাণের কথাই তুলে ধরেছেন।



