শুক্রবার,১৯,ডিসেম্বর,২০২৫
23 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়ে১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করলেন, ট্রাম্প

১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করলেন, ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জন্য প্রায় এক ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ অর্থবছরের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) ৯০১ বিলিয়ন ডলারের রেকর্ড সামরিক ব্যয় অনুমোদন দিয়েছে—যা ট্রাম্পের অনুরোধের চেয়ে ৮ বিলিয়ন বেশি।হোয়াইট হাউজ জানায়, ওভাল অফিসে সাংবাদিক উপস্থিত কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই ট্রাম্প নীরবে বিলটিতে সই করেন। এটি প্রতিনিধি পরিষদ ও সিনেটের আলাদা বিল মিলিয়ে তৈরি করা হয়।

নিজ দলের অবস্থানের সঙ্গে কিছুটা দ্বিমত রেখেই ইউরোপের নিরাপত্তা জোরদারের কয়েকটি বিধান অন্তর্ভুক্ত করেছে। ট্রাম্প বরাবরই ইউরোপে নিরাপত্তা বাড়ানো নিয়ে বলেছেন, মিত্রদের নিজেদের ব্যয় বহন করা উচিত। নতুন বিলে, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইউক্রেনের জন্য আগামী দুবছরের জন্য ৮০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে—যা মার্কিন কোম্পানিকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহের অর্থ প্রদান করে। এদিকে সময় ট্রাম্পের প্রতিনিধিরা রুশ আগ্রাসন থামাতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।

বিলে বাল্টিক সিকিউরিটি ইনিশিয়েটিভ অনুমোদন এবং লাটভিয়া–লিথুয়ানিয়া–এস্তোনিয়ার প্রতিরক্ষায় ১৭৫ মিলিয়ন ডলারের সহায়তা বরাদ্দ রাখা হয়েছে। ইউরোপে মার্কিন সেনা সংখ্যা ৭৬ হাজারের নিচে নামানো সীমিত করা হয়েছে এবং ন্যাটো সুপ্রিম কমান্ডারের উপাধি ত্যাগে মার্কিন ইউরোপিয়ান কমান্ডারকে বাধা দেওয়া হয়েছে।

হোয়াইট হাউজ জানায়, এই বিল ট্রাম্পের বহু নির্বাহী আদেশ আইনে রূপান্তর করেছে—যেমন গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অর্থায়ন এবং পেন্টাগনের ডাইভারসিটি–ইকুইটি–ইনক্লুশন কার্যক্রম বাতিল। কংগ্রেস টানা ৬৫ বছর এনডিএএ পাশ করেছে—যদিও ট্রাম্পের প্রথম মেয়াদে এই ধারাবাহিকতা ভাঙার ঝুঁকি তৈরি হয়েছিল

 প্রথম মেয়াদে, ২০২০ সালের ডিসেম্বরে তিনি সেবারের বিলে ভেটো দেন—কনফেডারেট ব্যক্তিত্বের নামে সামরিক ঘাঁটি পুনঃনামকরণ ও প্রযুক্তি কোম্পানিগুলোর আইনি সুরক্ষার নীতি নিয়ে আপত্তির কারণে। তবে ২০২১ সালের জানুয়ারিতে কংগ্রেস সেই ভেটো বাতিল করে, যা ছিল ট্রাম্পের প্রথম মেয়াদের একমাত্র ভেটো ওভাররাইড।

সূত্র: রয়টার্স

সর্বশেষ