শনিবার,১০,জানুয়ারি,২০২৬
19 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
প্রচ্ছদজাতীয়৪ কর্মদিবসের মধ্যে আউটসোর্সিং খাতে ঠিকাদারি প্রথা বাতিলের দাবি

৪ কর্মদিবসের মধ্যে আউটসোর্সিং খাতে ঠিকাদারি প্রথা বাতিলের দাবি

“আগামী চার কর্মদিবসের মধ্যে আউটসোর্সিং খাতে ঠিকাদারি প্রথা বাতিল করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ”

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

তাদের দাবিগুলো হলো— 

*আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করতে হবে।
*আউটসোর্সিং খাতে সব সরকারি,আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে।
* চাকরিচ্যুতদের অতি শিগগিরই পুনর্বহাল এবং বকেয়া বেতন পরিশোধ করাসহ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সব সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
* সকল প্রকার ভাতা ও ছুটি প্রদান করতে হবে।
* আউটসোর্সিং বা দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের পে-কমিশনের তালিকায় অন্তর্ভুক্ত করে বেতন নির্ধারণ করার আওতায় আনতে হবে।

সর্বশেষ