বিচারকের সামনে সাংবাদিক মারধর
সংবাদ সংগ্রহ করতে গিয়ে এজলাসে বিচারকে সামনে সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে মারধর করে গুরুতর আহত করায় জড়িত আইনজীবীদের বিচারের দাবি করেছেন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) ও কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের এজলাসে ওই সাংবাদিকের ওপর অ্যাডভোকেট মহিউদ্দিন মাহিসহ তার কয়েকজন অনুসারী এ বর্বরোচিত হামলা চালায়।
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, এই ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সিআরইউ সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীর ওপর এমন ন্যক্কারজনক হামলা কেবলমাত্র ব্যক্তি সাংবাদিককে নয়, পুরো সাংবাদিক সমাজকেই হেয় ও ভীত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। এটি মুক্ত গণমাধ্যম ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ঢাকার নিম্ন আদালতে কর্মরত পেশাদার সাংবাদিকদের এ সংগঠনটি।
বিবৃতিতে আরো বলা হয়, একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতে সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করার অধিকার অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।



