বুধবার,৮,মে,২০২৪
26 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪
Homeরাজনীতিপূর্ণ রেশনিং চালু কর- ঢাকা ওয়ার্কার্স পার্টি

পূর্ণ রেশনিং চালু কর- ঢাকা ওয়ার্কার্স পার্টি

ঢাকা প্রতিনিধিঃ পূর্ণ রেশনিং চালু ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিমানবন্দর চত্বরে নগর পার্টির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তরা দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি তে ক্ষোভ প্রকাশ করেন,তারা বলেন বিগত এক বছরে ভোজ্যতেল, চাল,ডাল,চিনির দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।ইতিমধ্যে গ্যাস,পানি, বিদ্যুৎের মূল্য বৃদ্ধির উদ্দোগ নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জীবণকে দূর্বিষহ করে তুলেছে।

মাননীয় প্রধানমন্ত্রী ১৪ দলের সভায় এক কোটি হতদরিদ্র পরিবারের মাঝে বিশেষ পন্য ক্রয়ের যে কার্ড বিতরণের ঘোষণা দিয়েছেন বক্তরা তাকে স্বাগত জানিয়ে বলেন গরীব দরিদ্র অসহায় কর্মহীন সকল মানুষের মাঝে এধরণের বিশেষ কার্ড বিতরন করে তাদের কষ্ট লাঘব করতে হবে।বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর এর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সন্পাদক কিশোর রায়, সন্পাদকমন্ডলীর সদস্য ও যুব মৈত্রীর সহ সভাপতি তৌহিদুর রহমান , মহানগর সদস্য শিউলি সিকদার, ওমর ফারুক সুমন,বৃহত্তর উত্তরা থানার নেতা আকতার ফারুক বিপ্লব, মনোয়ার হোসেন মধু,আমিরুল ইসলাম আমিন,নজরুল ইসলাম,আলতাফ হোসেন সহ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মহানগর সন্পাদক মন্ডলীর সদস্য আনারুল ইসলাম টিপু।সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা অঞ্চলের নেতা হারুনর রশীদ, সঞ্চালন করেন ওয়ার্কার্স পার্টির নেতা ও যুব মৈত্রী র সহ সভাপতি কায়সার আলম।

সর্বশেষ