মঙ্গলবার,১৮,নভেম্বর,২০২৫
29 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
প্রচ্ছদরাজনীতিআইনজীবি জেড.আই.খান পান্নার নামে মিথ্যা হত্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ —ওয়ার্কার্স...

আইনজীবি জেড.আই.খান পান্নার নামে মিথ্যা হত্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ —ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল ঢাকা সুপ্রিম কোর্ট —হাইকোর্টের সিনিয়র এ্যাডভোকেট মুক্তিযোদ্ধা জেড. আই. খান পান্নাকে মিথ্যা হত্যা মামলার আসামী করার তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, এদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্বশীল মানুষ, আইনের শাসন প্রতিষ্ঠার লড়াকু আইনজীবি, এ্যাডভোকেট জেড. আই. খান পান্না গণতন্ত্রের পথে ভূমিকা রেখে চলেছেন। সাদাকে সাদা, কালোকে কালো বলার সত্য নীতির ওপর দাঁড়িয়ে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর অবস্থান রেখেছেন। গণতন্ত্রের সংগ্রামে এই অবস্থান কোন বিকল্প নেই। সেটিকে সম্মান জানানোই সকলের কর্তব্য। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করে রাষ্ট্রকে ব্যবহার করে মিথ্যা হত্যা মামলার আসামী করার মধ্য দিয়ে গণতন্ত্রের সেই অমোঘ সহনশীল নীতি ব্যহত হলো। আমরা আশা করবো বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ট সন্তান জেড.আই. খান পান্নার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

সর্বশেষ