শুক্রবার,১৬,জানুয়ারি,২০২৬
18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিইসলামী আন্দোলন ছাড়াই জামায়াতসহ ১১ দলীয় জোটের বৈঠক

ইসলামী আন্দোলন ছাড়াই জামায়াতসহ ১১ দলীয় জোটের বৈঠক

ইসলামী আন্দোলন ছাড়াই ইসলামী ১১ দলীয় জোটের বৈঠক। অবশেষে ১১ দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুত্র জানায়,  জোটের একটি দলের শীর্ষ এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এরই মধ্যে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি বৈঠকে বসেন জোটের অন্য ১০ দলের নেতারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বৈঠকের একটি ছবিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ অনেককে দেখা গেছে।

সর্বশেষ