জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনার সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে বিভিন্ন জেলা উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলুপট্টি থেকে শোভাযাত্রাটি বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজারে একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব ও শোভাযাত্রার উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবধিকার কর্মী আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, আইনজীবী হাবিবুর রহমান হাসিবুল, কেন্দ্রীয় সাবেক সভাপতি বাবুল রবিদাস, কেন্দ্রীয় সহ-সভাপতি রাজকুমার শাও, সহ-সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র উরাও, সহ-সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, কোষাধ্যক্ষ সূধীর তির্কী, দফতর সম্পাদক প্রদীপ লাকড়া বগুড়া জেলা সভাপতি বিমল রবিদাস, রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার ও বর্তমান সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস গোদাগাড়ী সভাপতি রবিন্দ্রনাথ হেমব্রম প্রমুখ।



