যুক্তরাষ্ট্র-সৌদি আরব এফ-৩৫ যুদ্ধবিমান বিষয়ক চুক্তির পরও ইসরাইলের সামরিক প্রাধান্য বজায় থাকবে। ইসরাইল সরকারের এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রি করার পরিকল্পনা করলেও ইসরাইল এখনও উন্নততর মার্কিন অস্ত্রসামগ্রি পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে একমাত্র ইসরাইলই এফ-৩৫ যুদ্ধবিমান পরিচালনা করে।
এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি। যুক্তরাষ্ট্রের আইন ইসরাইলকে মধ্যপ্রাচ্যে গুণগত সামরিক প্রাধান্য নিশ্চিত করে। ইসরাইলের সরকারি মুখপাত্র শোশ বেদরোশিয়ান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘদিনের একটি বোঝাপড়া আছে। ইসরাইল তার প্রতিরক্ষায় সবসময় গুণগত প্রাধান্য বজায় রাখবে। তিনি আরও বলেন, আগের দিনটিও যেমন সত্য ছিল, আজও তাই এবং প্রধানমন্ত্রী (বেনিয়ামিন নেতানিয়াহু) বিশ্বাস করেন ভবিষ্যতেও এটি সত্য থাকবে।
সৌদি আরবকে এফ-৩৫ বিক্রির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই সপ্তাহের শুরুতে দেন। এটি নিয়ে ইসরাইল সরকারের এটি ছিল প্রথম আনুষ্ঠানিক মন্তব্য। সৌদি আরব এখনো ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় নি। তবে ওয়াশিংটন সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, রিয়াদ ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক চায়। তবে একই সঙ্গে একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পরিষ্কার পথও দেখতে চায়, যাতে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হতে পারে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধী। মার্কিন কর্মকর্তারা বলেন, সৌদির জন্য প্রস্তাবিত এফ-৩৫ যুদ্ধবিমানগুলোতে ইসরাইলের ব্যবহৃত সংস্করণের উন্নত অস্ত্রব্যবস্থা বা ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা থাকবে না।



