রবিবার,২৮,ডিসেম্বর,২০২৫
14 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
প্রচ্ছদজাতীয়আরিচা ঘাটে বিআইডব্লিউটিএ’র ড্রেজার পাইপে ভয়াবহ আগুন

আরিচা ঘাটে বিআইডব্লিউটিএ’র ড্রেজার পাইপে ভয়াবহ আগুন

আরিচা বিআইডব্লিউটি ‘র নবনির্মিত ড্রেজার পাইপ বয়া গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আরিচা ঘাট সংলগ্ন পুরাতন টার্মিনালের উত্তরে নির্মাণাধীন গুদামে এ আগুন লাগে। আগুনে গুদামের টিনশেড, ভেতরে রাখা ড্রেজার পাইপ বয়া ও অন্যান্য মালামাল পুড়ে যায়। খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গুদামের অনেক মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্র জানা গেছে, গুদামে শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওয়েল্ডিংয়ের আগুনের স্ফুলিঙ্গ পাশে রাখা পাইপ বয়ার ওপর পড়ে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর স্থানীয় লোকজন গুদামে রাখা প্লাস্টিক ও দাহ্য জিনিস সরানোর চেষ্টা করেন। তবে মালামাল বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এ সময় গুদামের সামনের লোহার দরজা খুলে পড়ে তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবগ্রাম ফায়ার সার্ভিস বিকেল ৪টার দিকে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে তারা প্রায় ২০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

সর্বশেষ