রবিবার,১৬,নভেম্বর,২০২৫
22 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
প্রচ্ছদজাতীয়মেননের কারাবন্দি ১ বছর, বিচারের নামে অবিচার বন্ধ করে অবিলম্বে মুক্তি দাও-...

মেননের কারাবন্দি ১ বছর, বিচারের নামে অবিচার বন্ধ করে অবিলম্বে মুক্তি দাও- ওয়ার্কার্স পার্টি



বাংলাদেশের পার্টির সভাপতি বর্ষিয়ান জননেতা কমরেড রাশেদ খান মেননের কারাবন্দির এক বছর। গতবছর একুশে আগস্ট কমরেড রাশেদ খান মেননকে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেন। গত এক বছরে তার বিরুদ্ধে অর্ধশতাধিক হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে প্রহসন করছে। বাংলাদেশের মহান এই সূর্য সন্তানকে পিছনে হাতকড়া লাগিয়ে তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। কমরেড মেনন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মাতৃভূমি স্বাধীনতার জন্য না হলে তাকে অনেক বার কারা ভোগ করতে হয়েছে। পাকিস্তান সরকার কে মানসিক নির্যাতন করতে কন্ঠরোধ করেছেন। স্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার বাংলার এই সূর্য সন্তানকে গ্রেফতার করে আদালত ও গোয়েন্দা দপ্তরের জিজ্ঞাসাবাদের নামে যেভাবে নাজেহাল তাতে বিশ্ব বিবেক স্তম্বিত ও লজ্জিত। কমরেড মেননকে প্রহসনের এই বিচার থেকে অব্যাহতি দিয়ে ও সারাদেশে পার্টির নেতা, কর্মীদের অবিলম্বে মুক্তি দাও।
আজ ২২ আগস্ট শনিবার বিকেল পাঁচটায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির আয়োজিত এক আলোচনা সভায় পার্টির নেতৃবৃন্দ এই দাবী জানান।
পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কমরেড শরীফ শমশির, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড মুশির্দা আখতার নাহার ও সভা পরিচালনা করেন কমরেড কিশোর রায়।

সর্বশেষ