ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায়। পরে তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছান। সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া একটি ব্যক্তিগত চিঠি তিনি তারেক রহমানের হাতে হস্তান্তর করেন।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এস জয়শঙ্কর।তিনি বলেন, আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মারা যান।



