রবিবার,৯,নভেম্বর,২০২৫
26 C
Dhaka
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
প্রচ্ছদশিক্ষা সংস্কৃতিলোক সাহিত্যপ্রমথ চৌধুরীর পৈতৃক ভিটার স্মৃতি যেখানে

প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটার স্মৃতি যেখানে

বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম প্রমথ চৌধুরী। তিনি বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক।পাবনায় তাঁর পৈতৃক ভিটাটি সঠিক পরিকল্পনার অভাবে আজও অযত্ন-অবহেলায় পড়ে আছে। শেষ চিহ্ন জমিদারবাড়ির আঙিনায় পারিবারিক মন্দিরটি থেকে খসে পড়ছে ইট, সুরকি। সেখানে একটি পাঠাগার গড়ে তোলা হলেও পাঠাগারে পাঠকের যাতায়াত কম, অর্থাভাবে অকার্যকর অবস্থায় পড়ে আছে বছরের পর বছর।

প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণ পরিষদের আন্দোলনের ফলে ২০১৭ সালে জেলা প্রশাসকের উদ্যোগে এই ভিটা দখলমুক্ত করা হয়। স্থানীয়দের দাবি অবিলম্বে মন্দিরটি সংরক্ষণ করা হোক।

সর্বশেষ