প্রতিকী ছবি
“ধারণা করা হচ্ছে, বেকারত্ব থেকে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন”
ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার সন্ধ্যা ৭টার দিকে নরসিংহপুর এলাকার আবুল হোসেনের ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান ভূঁইয়া জানান।
সুত্র জানায়, নিহতরা হলেন- বগুড়া জেলার ধনুট থানার নলডাঙ্গা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) এবং তাদের ছয় বছরের কন্যা জামিলা।কর্মের অনিশ্চয়তা বেকারত্ব সংসারের টানাপোড়নের কারনে দাম্পত্য কলোহ ছিলো।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল থেকে রুবেলের বাসায় দরজা খুলেনি। বিকালে পাশের ভাড়াটিয়া ওই কক্ষের জানালা দিয়ে একজনের ঝুলন্ত লাশ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনজনের লাশ দেখতে পায়।
আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান ভূঁইয়া বলেন, “পুরুষের লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। খাটের মধ্যে নারী ও শিশুর লাশটি ছিল।



