শনিবার,১৫,নভেম্বর,২০২৫
28 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদরাজনীতিকোভিড মোকাবিলায় নগরজুড়ে জামিল ব্রিগেডের কার্যক্রম

কোভিড মোকাবিলায় নগরজুড়ে জামিল ব্রিগেডের কার্যক্রম

রাজশাহী প্রতিনিধিঃ কোভিড-১৯ মোকাবিলায় ওয়ার্কার্স পার্টির নেতৃত্বাধীন গঠিত স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার টিম শহীদ জামিল ব্রিগেডের উদ্যোগে রাজশাহী নগরজুড়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালানো হয়েছে।

সোমবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ, করোনা সচেতনতামূলক প্রচার মাইকিংসহ জীবাণু নাশক স্প্রে করার মতো বিভিন্ন কার্যক্রম চালান জামিল বিগ্রেডের প্রায় শতাধিক তরুণ-যুবক।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমÐলীর সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, চন্দ্রিমা থানার সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন জাহিদ, বোয়ালিয়া পশ্চিমের সাধারণ সম্পাদক শাহীন শেখ, নগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান, সাংঠনিক সম্পাদক বিজয় সরকার, অমিত সরকার, ঋতু সরকার, দুর্জয়, মিঠুন শেখ, বিশু শেখ, গৌরব ঘোষ, গোপাল চক্রবর্তী, ইফতিক হাসান প্রমুখ।

উল্লেখ, গত (৫ জুন) রাজশাহী কলেজ প্রাঙ্গনে কোভিড মোকাবিলায় ওয়ার্কার্স পার্টির নেতৃত্বাধীন ৫০ জন তরুণ-যুবকদের সমন্বয়ে শহীদ জামিল ‘ব্রিগেড’ গঠন করা হয়। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নির্দেশনায় শহরে করোনা মোকাবিলায় কাজ করা এই ব্রিগেডের কার্যক্রম পারিচালনা ও তদারকি করছেন দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

সর্বশেষ