রবিবার,১৬,নভেম্বর,২০২৫
21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
প্রচ্ছদজাতীয়দেশে ভোটার সাড়ে ১২ কোটি

দেশে ভোটার সাড়ে ১২ কোটি

ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন

বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদের পর দেশে এখন ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।

রোববার সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, নতুন ভোটারের খসড়ায় ছিল ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নারী, পুরুষ ও হিজড়ার নাম। এতে আরও যুক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন। সব মিলিয়ে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।

গত ১০ অগাস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

নির্বাচন কমিশন জানায়, হালনাগাদের পর পুরুষ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জনে; নারী ভোটার সংখ্যা হয়েছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তাদের যুক্ত করে ভোটের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর।

>> ২ মার্চ মোট ভোটার: পুরুষ ৬,৩৩,৬১,৬১৫; নারী ৬,০৩,৬৯,৬৬৫ এবং হিজড়া ৯৯৪।

>> হালনাগাদে যুক্ত হয়েছে: পুরুষ ১৮,৭০,২০৩; নারী ২৭,০০,৭৬২ ও হিজড়া ২৫১।

>> হালনাগাদে মৃত বাদ ২১,৩২,৫৯০ জন (এর মধ্যে পুরুষ ১২,২৪,৯০২; নারী ৯,০৭,৬৬৭ এবং হিজড়া ২১)।

এবারের হালনাগাদ কার্যক্রমে পুরুষের চেয়ে নারী ভোটার বাড়লেও নারীদের ভোটার হতে ‘অনীহা ও কুসংস্কার’ দূর করতে নারী সংগঠনগুলোর সহায়তা চেয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

উল্লেখ্য, গত ১০ অগাস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন, ধারাবাহিকভাবে নারী ভোটারের সংখ্যা কম দেখা যাচ্ছে। এবার প্রচারণার ফলে ব্যবধান কমেছে।

সানাউল্লাহ বলেন, “আরও বেশ কিছু সংখ্যক নারী আছেন, যারা এখনও তালিকাভুক্ত হননি। ১৮ বছর বয়স হলেও বিয়ে না হওয়ার আগে অনেক জায়গায় মেয়েরা তালিকাভুক্ত হতে চাননি। অনেকে চান শ্বশুর বাড়ি গিয়ে ভোটার হবে।

“এমনকি ফেইস পর্যন্ত দেখাতে চান না, ছবি তুলতে চান না এবং ভোটার হতে চান না।”

সর্বশেষ