আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উচ্চ আদালতে (ফেডারেল কোর্ট) মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা সোমবারই দিয়েছিলেন ট্রাম্প। ১৫ সেপ্টেম্বর সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে যাচ্ছে। সচেতনভাবে তারা আমার বিরুদ্ধে নানা অপবাদ দেগে দিচ্ছে, আমার কুৎসা রটনা করছে এবং এখন এই চর্চা থেকে তাদের বের হওয়ার সময় এসেছে।”
“কারণ আমি এই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা হবে এই মামলা।”
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নথি থেকে ট্রাম্পের এই মামলা করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ডোনাল্ড ট্রাম্প এর আগে এবিসি নিউজ এবং উপস্থাপক জর্জ স্টেফানোপোলোসের বিরুদ্ধে করা মামলার উদাহরণ টানেন। এ ছাড়া কমলা হ্যারিসের সঙ্গে ‘৬০ মিনিটস’ (সিক্সটি মিনিটস) অনুষ্ঠানের সাক্ষাৎকারের জন্য প্যারামাউন্টের বিরুদ্ধে করা মামলার কথাও উল্লেখ করেন।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার ফ্লোরিডার ফেডারেল আদালতে ১ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তার আইনজীবী দল। মামলার অভিযোগপত্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং অবমাননাকর’ তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য নিউইয়র্ক টাইমসের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন কিন্তু সংবাদমাধ্যমটির কোনো মুখপাত্র মামলার ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।



