বুধবার,৭,জানুয়ারি,২০২৬
20 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
প্রচ্ছদসীমানা পেরিয়েভারতের গাড়ি বিস্ফোরণে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ জনে দাঁড়িয়েছে

ভারতের গাড়ি বিস্ফোরণে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ জনে দাঁড়িয়েছে

ভারতের রাজধানীতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফি। এতে বলা হয়, পুরানা দিল্লির লালকেল্লার কাছে এমন ভয়াবহ বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন মোদি। এখন বিস্ফোরণের সঠিক কারণ উন্মোচন করেনি পুলিশ। তাদের তরফে তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে এ ঘটনার একদিন পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনার দায় ভারতের ওপর চাপিয়েছেন। যদিও তিনি নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাক প্রধানমন্ত্রীর দাবির বিরোধীতা করা হয়েছে। একদিনের ব্যবধানে চির শত্রু এ দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা তৈরি করেছে।

সর্বশেষ