বৃহস্পতিবার,১,জানুয়ারি,২০২৬
14 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬
প্রচ্ছদসীমানা পেরিয়েশি-পুতিনের নববর্ষের শুভেচ্ছা বিনিময়

শি-পুতিনের নববর্ষের শুভেচ্ছা বিনিময়

চীন সরকার ও জনগণের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির জনগণের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা জনগণের প্রতিও পাল্টা শুভেচ্ছা জানান পুতিন। বুধবার (৩১ ডিসেম্বর) তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

প্রেসিডেন্ট শি বলেন, চীন ও রাশিয়া একসঙ্গে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে। এসব ঐতিহাসিক স্মরণ বিশ্বকে একটি সুস্পষ্ট বার্তা দেয়—শান্তি জয়ী হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত জনগণই বিজয় লাভ করে।তিনি  আরও বলেন, ২০২৫ সাল চীন-রাশিয়ার ব্যাপক কৌশলগত সমন্বয় অংশীদারত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির বছর। তিনি স্মরণ করেন, চলতি বছরে তারা বেইজিং ও মস্কোয় সাক্ষাৎ করেছেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর মতবিনিময় করেছেন।

চীনা প্রেসিডেন্ট জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসামুক্ত নীতি কার্যকর হয়েছে, জ্বালানি করিডোর নির্মাণকাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে এবং উদীয়মান বিভিন্ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে।তিনি আরও বলেন, জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক কাঠামোর ভেতর চীন-রাশিয়া একে অপরকে সমর্থন দিয়ে আসছে এবং বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নত করতে যৌথভাবে অবদান রাখছে। শি জিনপিং উল্লেখ করেন, ২০২৬ সাল হবে চীন-রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারত্বের ৩০তম বার্ষিকী এবং দুদেশের সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। এ উপলক্ষ্যে ২০২৬–২০২৭ সালকে ‘চীন-রাশিয়া শিক্ষাবর্ষ’ হিসেবে ঘোষণা করা হবে। নতুন যুগে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অগ্রগতির লক্ষ্যে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও আদান-প্রদান বজায় রাখার আগ্রহও প্রকাশ করেন চীনা নেতা।

সূত্র: সিনহুয়া

সর্বশেষ