শনিবার,১৫,নভেম্বর,২০২৫
22 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদজাতীয়সরকার চাল কিনবে চার লাখ টন

সরকার চাল কিনবে চার লাখ টন

দেশের জরুরি প্রয়োজনে চার লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দ্রুত চাল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনীতিসংক্রান্ত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চার লাখ টন চাল আমদানির লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। নতুন করে অতিরিক্ত ৫০ হাজার টন অকটেন আমদানি এবং চাল আমদানিতে দরপত্র প্রক্রিয়ার সময়সীমা কমানোসহ পাঁচটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক কমিটি।

সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের (সিসিসিএল) উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্পের ভারতীয় অংশের রোপওয়ে নির্মাণকাজ আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের সিদ্ধান্তের অনুমোদন হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৮৯০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি ২০২১ সালের মধ্যে বাস্তবায়নের কথা ছিল।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কাজের জন্য খুলনা শিপইয়ার্ড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ স্যাম্পল সংগ্রহের জন্য একটি ছোট রিসার্চ ভ্যাসেল ক্রয় এবং ওই রিসার্চ ভ্যাসেলের নিরাপদ বার্থিংয়ের জন্য একটি পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণের দুটি পৃথক প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। 

সর্বশেষ