Wednesday,13,November,2024
24 C
Dhaka
Wednesday, November 13, 2024
Homeরাজনীতিখুলনায় নগর ওয়ার্কার্স পার্টির সভা : কমরেড হাফিজুর রহমান স্মরণে কর্মসূচি গ্রহণ

খুলনায় নগর ওয়ার্কার্স পার্টির সভা : কমরেড হাফিজুর রহমান স্মরণে কর্মসূচি গ্রহণ

নতুন কথা ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সম্পাদকম-লীর এক জরুরী সভা রবিবার (০৭ ফেব্রুয়ারি)বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑসাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, কমরেড আঃ সাত্তার মোল্লা প্রমুখ।

সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য, খুলনা জেলা কমিটির সভাপতি কিংবদন্তী শ্রমিক নেতা প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভুইয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ফুলতলা উপজেলা অডিটরিয়ামে ফুলতলা পার্টির আয়োজনে এবং পার্টির খুলনা জেলা ও মহানগরের যৌথ অংশগ্রহণে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া ও্ইদিন সকাল ১০টায় জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান থানা কমিটির উদ্যোগে আটরা শিল্পাঞ্চলে স্মরণ জনসভা এবং বিকেল ৩টায় কমরেড হাফিজুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই সকল কর্মসূচিতে পার্টির সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং শ্রমিক ফেডারেশনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ