রবিবার,২৮,এপ্রিল,২০২৪
29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeরাজনীতিওয়ার্কার্স পার্টির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার কমিটি গঠন

ওয়ার্কার্স পার্টির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার কমিটি গঠন

নতুন কথা ডেস্ক ।। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচন কমিটির আজ ২০ নভেম্বর অনুষ্ঠিত সভা এক প্রস্তাব বলেছে দ্বাদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ ও বানচাল করার জন্য বিএনপি—জামাত সহযোগীদের আগুন সন্ত্রাস বিশেষ করে জামালপুর ও টাঙ্গাইল রেলওয়ে বাগিতে আগুন এবং হরতাল অবরোধের সাফল্যের প্রমান হিসাবে প্রতিদিন বাস—লেগুনা—সিএনজিতে আগুন দেয়ার ঘটনাকে ২০১৪ সালের নির্বাচনকালীন ঘটনাবলীর কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। সভায় প্রস্তাবে বলা হয় তাদের এই নাশকতামুলক কাজকে মোকাবিলা করে জনগণ নিশ্চিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সফল করবে ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে পার্টি সকল সদস্যসহ দেশবাসীকে বিএনপি—জামাত সহযোগীদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াবার আহবান জানান হয়।
সভায় দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনার জন্য নিম্নলিখিত কমিটি গঠন করা হয়। সার্বিক নির্বাচন মনিটরিং কমিটি দায়িত্বে পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। নির্বাচন কমিশনে যোগাযোগ ফোকাল পারসন পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান। নির্বাচন তহবিল পরিচালনা দায়িত্ব কমরেড তপন দত্ত চৌধুরী। প্রচার ও প্রকাশনার দায়িত্ব কমরেড দীপংকর সাহা দিপু। মিডিয়া দায়িত্বে কমরেড মোস্তফা আলমগীর রতন।

সর্বশেষ