Wednesday,4,December,2024
22 C
Dhaka
Wednesday, December 4, 2024
Homeরাজনীতিটাংগাইল জেলা ওয়ার্কার্স পার্টির মাস্ক বিতরণ

টাংগাইল জেলা ওয়ার্কার্স পার্টির মাস্ক বিতরণ

টাংগাইল প্রতিনিধিঃ“মহামারী করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্ক নয়, সচেতন হই। নিয়মিত মাস্ক পরুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান।করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিন, সুস্থ থাকুন।”এই শ্লোগান সমূহ ধারণ করে।”

দেশজুড়ে করোনা মহামারী প্রতিরোধে মাস্ক ভিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স  পার্টি, টাংগাইল জেলা কমিটির উদ্যোগে “কমরেড আফরোজ লাল ব্রিগেড” টাংগাইল সদর পৌর উদ্যান ও এর আশেপাশের এলাকায় ০৫/০৮/২০২১ ইং সকাল ১১.০০মিনিটে মাস্ক বিতরণ করে।
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পার্টির বিপ্লবী সভাপতি,গণমানুষের নেতা কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী, পার্টির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিপ্লবী কমরেড সাইফুর রেজা মামুন,  কমরেড আতোয়ার রহমান,কমরেড এড. সাইফুল ইসলাম,কমরেড মাসুদ রানা। পার্টির জেলা কমিটির সদস্য কমরেড নরেশ চন্দ্র পাল, কমরেড মাসুকুল হক মুরাদ, কমরেড মো: অনিক দেওয়ান।পার্টির মির্জাপুর উপজেলা কমিটির সদস্য কমরেড সাইফুল ইসলাম। 
বিগ্রেডের কার্যক্রমে যৌথ ভাবে সহায়তা করে বাংলাদেশ ছাত্র মেত্রী,টাংগাইল জেলার “মৈত্রী বিগ্রেড -টাংগাইল”।
এসময় গণমানুষ,শ্রমিক ও ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে সচেতন করা হয়।

সর্বশেষ