Saturday,7,December,2024
21 C
Dhaka
Saturday, December 7, 2024
Homeরাজনীতিরূপসায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিচার দাবিতে যুবমৈত্রীর মানবন্ধন

রূপসায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিচার দাবিতে যুবমৈত্রীর মানবন্ধন

নতুন কথা ডেস্ক : শনিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে খুলনা জেলার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক সন্ত্রাসের তান্ডবে হিন্দু সম্প্রদায়ের বসত বাড়ি,দোকান মন্দির ও প্রতিমা ভাংচুর, সম্পদ লুটের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবীতে বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলার উদ্যোগে জেলা সভাপতি যুবনেতা প্রভাষক রেজোয়ান হোসেন রাজার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা সভাপতি এ্যাডভোকেট কমরেড মিনা মিজানুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপংকর সাহা দিপু,সভায় বক্তব্য রাখেন বাংলাদশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য মহানগর সভাপতি কমরেড মফিদুল ইসলাম,ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগরী কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফারুক উল ইসলাম,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু,ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমেরড খলিলুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগরী কমিটির সদস্য বাংলাদেশ যুব মৈত্রীর খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কমরেড কামরুল ইসলাম জোয়ার্দার,ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগরী কমিটির সদস্য বাংলাদেশ যুব মৈত্রীর খুলনা জেলা কমিটির সহ-সাধারণসম্পাদক কমরেড মনির হোসেন,বাংলাদেশ যুব মৈত্রীর সহ-সভাপতি গৌতম কুমার কুন্ডু।সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা উজ্জল।

সর্বশেষ