Saturday,7,December,2024
21 C
Dhaka
Saturday, December 7, 2024
Homeরাজনীতিশহীদ আসাদের স্মৃতির প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধার্ঘ

শহীদ আসাদের স্মৃতির প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধার্ঘ

নতুন কখা রিপোর্ট : ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে গণ আন্দোলনে ছাত্র-জনতার পুরোভাগে থেকে পুলিশের গুলিতে শহীদ হন তৎকালিন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।

বুধবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক। এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড মুতাসিম বিল্লাহ সানী, কমরেড কাজী মাহমুদুল হক সেনা, ঢাকা মহানগর নেতা জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড মো. তৌহিদ, কমরেড কাজী আনোরুল ইসলাম টিপু, কমরেড তাপস দাস, কমরেড মামুন মোল্লা, সজিব, ছাত্র বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল, সাধারণ সম্পাদক অতুলন দাস আলো সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য ১৯৬৮ সালে ২৯ ডিসেম্বর মওলানা ভাসানীর ডাকে হাতিয়ার হাট হরতাল সফল করার জন্য আসাদ বিশেষ ভূমিকা পালন করেন ঐ সময় হাট হরতার কারির দুজন কৃষক শহীদ হন, এবং তিনি চরম যখম হয়ে চিকিৎসার জন্য ঢাকা চলে আসেন। এরপরই তিনি ৬৯’র আন্দোলনের সাথে জরিয়ে পরেন। তিনি শহীদ হওয়ার পরে তার রক্ত ভেজা সার্ট নিয়ে আন্দোলনরত জনগণ শ্লোগান তোলে ‘আসাদের মন্ত্র জনগণতন্ত্র’।

সর্বশেষ