সোমবার,৬,মে,২০২৪
27 C
Dhaka
সোমবার, মে ৬, ২০২৪
Homeজীবন সংগ্রামকৃষকদের নতুন লড়াইয়ে নামতে হবে - নুর আহমেদ বকুল

কৃষকদের নতুন লড়াইয়ে নামতে হবে – নুর আহমেদ বকুল

ঠাকুরগাঁও সংবাদাতা ॥ এদেশের কৃষকরা ব্রিটিশ সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জানবাজি লড়াইয়ের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছেন। কিন্তু কৃষকের কাক্সিক্ষত মুক্তি আজো মিলে নাই। আজো কৃষদের ফসলের ন্যায্যমূল্যের দাবি তুলতে হয়। নীলকরদের মতো দালাল-ফড়িয়া, মধ্যস্বত্ত্বভোগীরা তাদের রক্ত-ঘামে উৎপাদিত ফসলের লাভ চুষে খায়। তাই কৃষকদের আবার সংগঠিত হতে হবে। নতুন লড়াইয়ে নামতে হবে কোমড়ে গামছা বেঁধে। আর সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে হবে জাতীয় কৃষক সমিতিকে।”-বললেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি নুর আহমদ বকুল।

এ সময় তিনি আরো বলেন, “আমাদের দেশের কৃষক সমাজের অধিকার আদায়ে কাজ করতে হবে। কৃষক ঠকানো ঢলতা প্রথা বাতিল করতে হবে। কীটনাশকের মূল্য কমাতে হবে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূণ্য দাম নিশ্চিত করতে হবে। এছাড়া কৃষি বিভাগের তত্ত্বাবধানে ফসলের বিশেষজ্ঞ চাই। মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের হাত থেকে কৃষিপণ্য বিক্রির বাজার রক্ষা করতে হবে। সরকারকে কৃষিতে তেল,বিদ্যুৎ ও সার-এ ভুর্তুকি দিতে হবে।”

সম্প্রতি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সদরের শান্তা কমিউনিটি সেন্টারে দিনব্যাপি ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হবিবর রহমান, কেন্দ্রীয় সদস্য তৈমুর রহমান, আবু জাহেদ জুয়েল, জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, রাজনীতি-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম সারোয়ার স¤্রাট, রাণীশংকৈল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রমুখ।

সর্বশেষ